সূর্যের রশ্মিটা বাঁধ ভেঙ্গে আসে
আমাদের বস্তিটা উদ্ভাস বুকে
বৈষম্যের উন্মুক্ত স্মারক!


আকাশের বিশালতায় ভয় খুব তাদের
পাহাড়ের আহ্বান আড়ালে শোনে
বৃষ্টিটা ঝরাতে আইনের ফাঁকে!


ওরা সব চায় নিজেদের দখলে
প্রকৃতির ইচ্ছা, বিষাদের ঝরনায়
জোছনাও দেখা দেয় সেই অভিলাষে!


সব চাওয়া, সব স্বপ্ন অট্টালিকার নিশানায়
ইচ্ছা আর কল্পনার বিলাসিতায়
সুখ তবুও বসে আছে নিয়তির ঘাড়ে!