আমার হাত শুধুই হাত
          হাতদুটোতে নেই জোর!
ঘাড়ের উপর মাথার বোঝা
          মাথায় শুধু ভ্রমের ঘোর!!


চোখের ভিতর দৃষ্ট বিলাস
          দৃষ্টিভ্রমে সকল কাজ!
অদেখাকেই ভালো দেখি
          ভালো কিছু চোখের লাজ!!


কানের পর্দায় ছিদ্র গ্রহণ
          ছিদ্র বুকের গভীর ক্ষতে।
গন্ধবিলাস নাকটা আমার
         বেঁচে আছে কোনো মতে!!


যা বুঝার নয়, তাই বুঝি
         অজ্ঞ কথায় তুলি শোর!
ঘাড়ে আমার মাথার বোঝা
        মাথায় শুধু ভ্রমের ঘোর!!


পা দুটোতে জং ধরেছে
         হাঁটা ভুলে সঙ সাজে।
পায়ের জোরে মাথা ঘোরে
         ঘোরে ভ্রম সব কাজে!!


টগবগিয়ে ফুটছে মগজ
        খুলির ভিতর জলের বাস।
মনটা শুধু স্বাধীন হলো
       আমরা হলাম চিত্তের দাস!!


বিদ্যা-বুদ্ধি বেচে চলি
        আমরা সুশীল ভদ্র চোর!!
ঘাড়ে আমার মাথার বোঝা
        মাথায় শুধু ভ্রমের ঘোর!!