কী দিতে পারি, তোমায় ছাড়ি; তোমার জন্যই সবই
দিয়েছো ভালোবাসা, স্বপ্ন আশা, সুন্দর এক পৃথিবী!
চোখের আলো দিয়েছো ভালো, আনন্দ এক ঢালি
বন্য মিষ্ট ভাবাবেগ, আত্মত্যাগ, করুণা এক ফালি!
যা দেব তোমায় প্র্রেমের ছোঁয়ায় সবই যে তোমার
ভালোবাসা দান দেহ নির্মাণ, আবেগই বেশুমার!
কী দেবো তোমায়, ওগো দয়াময়! আমার প্রভু
যত গুণগান প্রশংসা সম্মান আদায় হবে না কভু!
দিয়েছো শ্বাস প্রেরণায় আশ্বাস মিটে না বায়না
তোমার সবই প্রতিচ্ছবি, জীবনের এক আয়না!
আমার প্রার্থনা, ত্যাগ বাহানা, এই জীবন মরণ
তোমার তরে, অশ্রু ঝরে তোমায় করছে স্মরণ!
যা কিছু সংশয়, জীবনের ভয় ব্যর্থতা এসবই আমার
আত্মার শুদ্ধতা, সমাজবদ্ধতা তোমার শ্রেষ্ঠ উপহার!
যা কিছু নতুন, জীবনের ভ্রুণ পুরাতন তোমার কাছে
কী দেবো আর সবই তোমার, নামটা শুধু আছে!
গ্রহণ করো দয়াময় সর্বদাতা সর্বজয় ওগো বিশ্বপতি
তোমার জন্য আমার নগণ্য কর্ম-বিশ্বাস, লাভ- ক্ষতি!