ওরে বস্ত্রশীলা, আমাদের আবৃতা!
বিবস্ত্র তোমার মুখের ভাষা।
ওগো গাবর্ম, আমাদের বেষ্টরূপি
অসংযত তোমার মুখের হাসি!
তুমি উদার হয়ে আকাশ ভাবো
উদ্ধত তোমার খাম-খেয়ালি
তুমি পালক হয়ে প্রজাকে ধরো
হিংস্র তোমার প্রতিশ্রুতি!
অন্ধ তোমার আবেগের অবয়ব
উন্মুক্ত তোমার মাথার ছাউনি
বোবা হয়ে চরিত্রের চিত্রালি
বিকৃত তোমার হৃদপিন্ডখানি!
অবুঝ হয়ো না তুমি, কিন্তু-
না হলে হবে
হবে তোমার
জ্ঞান সাগরে
রাজ সমাধি!
প্রজাদের ভেবো না পশু
জানোয়ার কর্ম দেখো নি কভু?
চোখ খুলে দেখো তন্দ্রা ঝেড়ে
রাঙাও মনে স্বপ্নীল ভুবন
পতি আর প্রজায়
এক কাতারে!
শোধরাও
পবিত্র হও
ভুল বুঝে ক্ষমা চাও
ওগো আমাদের প্রজাপতি!


×××××× (উদাসকবি) ২৪.১০.২০১৪