মনটা আমার বাঁধা রন্ধ্রে
পাতা ঝরার গানে।
যে শীতকালকে ভালোবাসলাম
আমি পড়েছি তারই ফাঁদে।
যে শুষ্কতায় ঠোঁট ফাটে
জিভের চাটে, পুলক টানে
তাকেই আমি মন দিলাম।
যার জন্য এই হৃদয় কাঁদে
রুক্ষ প্রেমীর ফরাশ থেকে
সে-ই আমাকে করছে কাবু!
রঙ বদলের দিনগুলোতে
রাতের দীঘল পরশ বোনায়
ডাকছে আমায় চাঁদের বাবু
শিশির গুলো ঝরছে বেজায়
লাজুকতার হিংস্র ছোঁয়ায়।
ফুলগুলো যে স্বপ্নঘোরে
সূর্য তখন ধর্মঘটে
তারপরও সেই আপন
আমার। গভীর হৃদসাগরে
পুলক ছড়ায়, গোলক ছটে।
তাকেই আমি বাসলাম ভালো
রুক্ষ শীতের কাব্যগুলো!
********************
( উদাসকবি ) ২৮.১০.২০১০৪