চেয়ে চেয়ে দেখবে শুধু
       চোখের তারায় মরুর ধূ ধূ
                 দৃষ্টি কাঁপন ভূতের ধরা!
কথায় কথায় দ্বন্দ্ব লড়াই
        মেঘ উনুনে দেশের কড়াই
                 জ্বলছে ভালো ঘাটের মড়া!!


শুনবে কথা কানে কানে
        চলবে শুধু ভাটির টানে
                 কথার ভিতরই কথার ধাঁধা!
যায় না বলা অবিরত
        সঠিক কথা সময় মত
                   বলতে গেলেই দেয় বাঁধা!!


যা শোনার নয় শুনছি তাই
         জল খাবারও চিবিয়ে খাই
                  পেটের ভিতর বাঁধছে গন্ডগোল!
চোখ ছাড়াই দেখছি কত
         কল্পলোকে মনের মত
                    ইচ্ছে রাজার স্বপ্ন পূরণ ভোল!!


কী যে আজব পাগলের এক    দেশ।
এই গরম, জ্বাল-ঠান্ডা নিত্য পরিবেশ!!