আমি মাঝে মাঝে দারিদ্র বাগিচায় ঘুরতে যাই
কিছু ক্লান্তিময় বিষাদে ঢাকা মুখ দেখব বলে
এখানে রঙিন বাগানে নানান ফুলের গন্ধ আর
সময় কাটানো যান্ত্রিক ভ্রমরের অত্যাচারে
সব সময়ই অস্থির লাগে, ভালো লাগে না॥
ওখানে আছে দরিদ্র ফুলের তাজা গন্ধবিষাদ
বেশিরভাগই রুষ্টজীবনের ছায়া, ক্ষুধার্ত, অবসাদ
কঠিন আর হতাশার সৌরভে দেখি বারবার
ওরা সংগ্রামী, ওরা জন্মান্তর ফুটে থাকে
কখনো মরে না, ঝরে না আবার প্রসবিত হয় না।
ওরা গন্ধ বিলায়  কিন্তু কাউকে বিষাক্ত ধোঁয়ায় মারে না।
সব সময়ই তাদের কর্ম ব্যস্ততায়
সব সময়ই তারা খালি পেটে
মাথা তাদের ভারি নিষ্পাপে
দৃষ্টি তাদের সহজ পাঠে
চোয়ালে ফুটে কষ্টের দাগ!
মাঝে মাঝে অর্থের বাগান থেকে
প্রভাবশালী ফুলেরা ঘুরতে আসে
নির্বাচনের ঢামাডোলে আর স্বার্থের কিসসায়
গরীবের ফুলকে চুম্বনে সিক্ত করে অবলীলায়।
যখনই প্রয়োজন, যখনই ক্ষমতার লড়াই আসে
এরা এই বাগিচা সাজায় নিজেদের মত লিপ্সতায়
তখন কিছু তেল আসে
পেটে কিছু ভোগ ভাসে
আর গণতন্ত্রের উল্লাসে বাগানের ফুল হাসে চিত্ততায়
ওরা চিল্লায়, গণতন্ত্র হোক দীর্ঘজীবি
গণতন্ত্রের জয় হোক!