স্বাধীন হৃদয়, সত্য সেবক,ভীষণ কর্মবীর
দেশ মাতৃকার সেবা করে উঁচু তাহার শির!
নিষ্কলঙ্ক চরিত্রতা, উদার মনে বাজিমাত
না থাকুক টাকা-কড়ি, যাবে না যে জাত!
পরোপকারে জীবন হলো বাঁচার মূলমন্ত্র
ব্যক্তিত্বহীন চরিত্র এক মানুষ নামের যন্ত্র!
লজ্জা থেকে মূল্যবোধে, হবে না সে অসৎ
জ্ঞানে গুণে যেমন হোক, হৃদয় হবে মহৎ!
চতুরতায় হিংস্র ছায়া, প্রবঞ্চনায় মায়া
হীনমন্য মানবিকতায় আত্মাহীন এক কায়া!
ঘুষকারিগর, পুকুর চুরি কিংবা জ্ঞানপাপী
আস্তাকুঁড়ের নষ্টকীট আর চটুলতার ঝাঁপি!


জীবন তোমার বিশ্বাচরে সৃষ্টিশীল এক গান
বিশ্ব তোমার এই জীবনে সভ্যতারই দান!