কবি বলে গেছেন, আপনার সুখে
কত বন্ধু পাবে তোমার চারপাশে।
যখন দু:খ পাবে, কেউ থাকবে না
কেউ নেবে না ভার দুর্ভাগ্যের।
তুমি হাসবে, হাসবে একসাথে-
এই পৃথিবী আর তার বাহী
যখন কাঁদবে, তুমি শুধু একা
কেউ ফেলবে না অশ্রুরাশি।
তোমার কষ্ট তোমার একান্ত
কষ্টে একা পাহাড়ের ঝর্ণায়
একান্তই তা পর্বতের কান্না।
একা কাঁদে চাঁদ, তারা, ফুল
বনের পাখি আর প্রকৃতির সুর।
আকাশের কান্না ঢেকে দেয় সব
ছুঁয়ে দেখে সবাই সুখ কল্পনায়।
আনন্দ আসে, ভাসে, পাশে
তারপর চলে যায়, নিরালায়
শোক আসে ঘুরেফিরে
থেকে যায় আপনার চারপাশ।
শোকের ঘর আছে, চাই শুধু
একটা ব্যথা নিবারণ ঘর।


ক্ষুধা, তোমাকে আচ্ছন্ন করবে ব্যর্থতায়
গতি, তোমাকে দেবে সফলতা
বিজয়, তোমার বেঁচে থাকার প্রেরণা!


কবি বলেছেন, বাঁচতে সাহায্য করো
মরণে নয়, জন্ম তোমার সাধ্যের উর্দ্ধে
মৃত্যু যেন হয় কাঙ্খিত স্বার্থে।