(০১)
রক্ত জমাট বরফ শিলায়
অষ্ট প্রহর যাই যে নেয়ে।
রক্ত হিমেল করুণ সুরে
ওষ্ঠাগত জীবন বেয়ে!!


(০২)
আকাশ জুড়ে আঁধার মেলায়
লড়ছে মেঘে মেঘে।
এই পৃথিবীর সব প্রাণীদের
ধমকে ভীষণ রেগে!!


(০৩)
প্রভুর প্রেমে নগ্ন বিভোর
উপাসনায় তিন প্রহর।
বিলাসিতায় খুঁজছি তাকে
বসত গড়ে ভিন শহর!!


(০৪)
জন্ম-মৃত্যুর মাঝের সময়
পর্দা রঙিন দেখ ঝলক।
জীবন নামে রঙ্গ বিলাস
মহাকালের এক পলক!!


(০৫)
উত্তেজিত চিত্ত আমার
ভাগ্য নামে খেলছে জুয়া।
শান্ত হয়ে ভ্রান্ত মনে
বলছি জীবন কেমন ভূঁয়া!!
××××××××××××


*ক্ষুদ্র কবিতা, আধুনিক সাহিত্যের বেশ জনপ্রিয় ধারা! বাংলায় অণুকবিতা, কচিপদ্য, অণুপদ্য নামে পরিচিত। আমি একেই বলি- গুচ্ছ কবিতা!