তুমি জানতে চেয়েছিলে, আমার পরিচয়
বলেছিলাম, আমি নজরুলের ভক্ত
লম্বাচুল আর দীঘল চোখের মিল ছাড়া
তার কবিতার, তার মানববাদীতার!
সৃষ্টিশীলতা আর সাম্যের গীতিকায়।
তুমি বললে,  নজরুল কে?
আমি বললাম, তাহলে আমি কিছুই না
নেই আমার পরিচয়, আমার ইতিহাস।


আমি ভালোবাসি কবিতা, বিশুদ্ধতায়
ভালোবাসি সব সৌন্দর্য।
আমার ভালোবাসা সব ঘৃণার বিপরীতে।


তোমাকে আমি শোনাতে চেয়েছিলাম
সাগর বিস্তৃতি কবিতার রাশি
ধ্বংসের বিপরীতে সৃষ্টির গান!
তুমি শুনতে চাও নি, হতে চাইলে
জনপ্রিয়, বিশুদ্ধ উন্মাদনায়।


আমি শুধু পারি দেখাতে আলো
আঁধারকে পারি চেনাতে ভালো।
হয়তো পারবে কেউ, একটা কবিতা দিয়ে
ঘটাতে  শান্তির বিস্ফোরণ সব মিলিয়ে।