অর্থের চরিত্র করায়ত্ব করে
        অর্থ করায়ত্বে এনেছি নবকৌশল!
        নবকৌশলে মাপি আকাশের উচ্চতা
        হাতের আঙ্গুলের ফাঁক বেয়ে।
দৃষ্টির ফাঁকে নীলাভ আকাশের শুভ্রতা দেখি!


বিত্তের চিত্ত আটকে গিয়ে
       আপনার চিত্তে পরকে মাপি
       পরকে দেখি আপনার ব্যকুলতায়
       পাহাড়ের বিশালতা, সাগরের গর্জন
       ঝর্ণার গান কিংবা বাতাসের বিলাপ।


দৃষ্টির সীমাবদ্ধতায় শূণ্যতা দেখি
       তৃপ্তিতে তুলি হাই মহাকাশ চড়ে
       স্বপ্নীল বেঁড়াজালে জীবনটা ঘিরে
       স্বপ্নকে তুলে ধরি বাস্তবতায়।


লালায়িত হীনমন্যতায় অহমসিন্ধুতে
      বাগানের ফুলকে করেছি নিষ্পেষিত
      পাখিদের গানে অবরোধ দিয়ে
      রুদ্ধ করেছি পতঙ্গের কলরব।
বনের গাছকে শোনাই চেতনার বাণী!


উদ্বুদ্ধ আমরা নব চেতনায়
প্রেষণ প্রগতি করেছি ধারণ!