কবে হবে জাতি একটি দেহ সমতুল্য!
কিংবা একই আত্মার ভিন্ন অবয়ব।
        এই সবুজ শ্যামল বাংলায়
        লাল সবুজের পতাকা তলে।
        মায়ের আঁচল বিছানো পথে
        বোনের তৃপ্ত নি:শ্বাস ভরে
        একটি নির্মল মানচিত্র এঁকে।


হবে না শেষ শোধ-প্রতিশোধের হিংস্রবাদ?
হাতে নেবে না ফুল, রক্ত ঝরার দিন শেষে?
সেদিন-
       পাখিদের ডাক হবে সুমধুর
       সাগরের আহ্বান বিসর্জনে
       প্রতিটি দিন যেমন একটি নতুন ভোর!
       হাসবে তরুলতা, বাগানের ফুল।
দিনের ক্লান্তি শেষে রাত নামা এই দেশে
জিঘাংসার বারুদ ভিজে, এই জনপদে
       নিরাপদ সব প্রাণের জন্য!
       নিরাপদ হবে স্বপ্ন দেখা
       পথ-চলা, বিশ্রাম, উঠা-বসা
       কারো গলার বেসুরো গান।
শান্তিতে যেদিন জাতি দেবে ঘুম।


সেই আশায় জাতির নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি
এখনো লড়ছে, এখনো করছে সংগ্রাম!