আমি   শৌখিন গণতন্ত্রের অনুসরণে
         নিজেদের সভ্যতা বিলিয়েছি দূরাশার ছলে।
         কৃষ্টিকে বদলাই গ্রহ নক্ষত্রের পানে
         উদার হয়েছি পর নির্ভরতায়।


         গণতন্ত্র মানে আত্মোন্নয়ণে মনোযোগি
         সুখে, ভোগে জীবনের সময় ক্ষেপন
         লোলুপদৃষ্টি ধন সম্পদ আর আত্মিক বিচ্যুতিতে
         অসুন্দরকে করছি আত্মসাত্


আমি   আরামদায়ক শরীরচর্চার কবলে
         নিজেদের দেহকে বিলিয়েছি ভ্রান্ততার খোলসে
         ব্যাধিকে টেনেছি আত্মার গভীরে
         উদার হয়েছি স্বাস্থ‌্যের উদাসীনতায়
        
         স্বাস্থ্য মানে, চর্বিত দেহে নকশার থলে।
         অত্যাচারের মশাল জ্বেলে প্রাণে
         পরকে পোড়ানো আর ক্ষমতা দেখানো।
         বুঝতে পারে না, স্বাস্থ্য নয়
         ব্যধিই সংক্রামক!


আমি   রুচিশীল হৃদয়ের অনুকরণে
         কাউকে ভালোবাসি না।
আমি   উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষমতায়
         ভালোবাসার ভান করি
         ভালোবাসি জোর করে, জবর দখলে।
         কেউ ভালোবাসুক আর নাই বাসুক
         আমার ভালোবাসা গ্রহণ করতেই হবে।
আমি   গণতান্ত্রিক ভালোবাসায় বিশ্বাসী!
আমি   শৌখিন সভ্যতার অনুসারী (?)