আক্রোশে মন বিদ্বেষে প্লাবন
উলঙ্গ মুখের ভাষা।
ক্ষুব্ধ চিত্তে অস্থির প্রাণ
হিংস্র জনতার আচরণ।
বারবার পাল্টায় জৈবিক পৃথিবী
শিল্পিত করি ধ্বংসযজ্ঞ
বিধিবদ্ধতায়, আইনের জায়েযে।
সৌন্দর্যে ভরা মসনদ লড়াই
স্নিগ্ধ জিঘাংসার খুন
পরস্পরে, রক্তের সাথে রক্তে।
শক্তির ঝলকে, মৃত আত্মায় কলরব
আকাশের ছায়ায় বারুদের গন্ধ!
বিষাক্ত বাতাসে জীবনটা রূপময়
উর্বশী অস্ত্রের ঝনঝনানি!
ক্ষমতার প্লাবিত ধারায় রক্ত স্রোতে
ভাসে কিছু লাশ, জনতার
তবুও মুগ্ধ আম জনতা।
রঙ বদলায়, নতুন সূর্যোদয়ে
নতুন করে বন্য ফুলেরা
ভাঙ্গা গড়ার চিরায়ত লোকজে
ভেঙ্গেই চলেছি অনিমেষ।
বদলেছে রঙ, বদলায় প্রকৃতি
সময়ের দাবি পাল্টাবার।
বদলে দেবো জীবনের ধারা
নব অঙ্কুরিত অস্ত্র মহিমায়।
বিস্মিত জনগণ, আরো ঘোর চমকায়
বিস্ময়ে বেঘোরে ঘুমায়
জাগ্রত ক্ষমতারা, নির্ভিক লিপ্সতা।
রাজকীয় দামামায় ঘুম ভাঙ্গে জনতার
বলে উঠে চিত্কারে-
বদলে দেবো এইবার নিশ্চিত নিরাপদে
পাল্টাবো জীবনের গতিধারা
তারপর হাই তুলে, বেলা তখন যায় পড়ে
জনতা তখন বেঘোরে ঘুমায়।