আমার বিশ্বাস আর ভালোবাসায়
জন্ম তোমার অস্তিত্বে
অস্তিত্ব আমার বুকের গভীরে।
যখন থাকি একাকিত্বে
কম্পিত হৃদয়ে অথবা বিপদে
কখনো আত্মবিশ্বাসে, কখনো ক্ষীণস্বরে
কঠিন সংশয়ে, দূর্বার পরাজয়ে
অমরত্বে তোমার প্রতিপদে
আশার প্রত্যাশায় কিংবা ভয়ে।
তোমার অস্তিত্ব আমার বেঁচে থাকায়।
যেমন ছিল তোমার অস্তিত্ব
যখন ছিল না কিছুর অস্তিত্ব।
তারপর তোমার প্রতাপ হলো বিস্তৃত
থাকবে একমাত্র তোমার অস্তিত্ব
যখন থাকবে না আর কারো অস্তিত্ব
নাম তোমারই শুধু অক্ষয়
তোমায় ডাকি নিত্য।