খাঁচার ভিতর হরেক বাঁদর
ইচ্ছেমতো করছে আদর
সুযোগ পেয়ে রাজার গালে!


সিংহ মশায় আছেন কোমায়
পাইক পেয়াদা বেঘোর ঘুমায়
খায় চিড়িয়া যে যার তালে!!


শিয়াল মামা আছেন চামে
ধরছে শিকার রাজার ঘামে
উদরপূর্তি তার বিলাস!


চুনোপুঁটি অথৈ জলে
রাঘববোয়াল ছলাকলে
মিটায় মনের স্বার্থ তিয়াস!!


ভন্ডামীতে নষ্ট কীটে
ইঁদুর কাটে বাস্তুভিঁটে
বেসামালে তাল বানায়!


জলের কুমীর ডাঙায় বাস
স্থল পায়ীদের করছে নাশ
আজব এই চিড়িয়াখানায়।


হরিণগুলো ঝুলছে গাছে
হনুমানেরও মান আছে
গায় না পাখি গান!


ইঁদুর ভয়ে কাঁপছে বিড়াল
বাঘের গাল চাটছে শিয়াল
নাকে বসে কান!!