আমাদের মাঝ থেকে চলে গেছেন না ফেরার দেশে কবিবন্ধু দেবাশিস সেন! তিনি এই আসরের আমাদের সহকবি ছিলেন। তাই তার এই চলে যাওয়াটা আমাদের নাড়া দেয়, কষ্ট দেয়, আবেগ তাড়িত করে। আমরা এই বিষয়ে আমাদের আসরের সহকবিদের কবিতা আর লেখার মাধ্যমেই তা জানতে পারি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নিয়ে আলোচনাসভাতে লেখা , মন্তব্য-পাল্টা মন্তব্য চলছে।
আমিও লিখছি..... সহমর্মিতা জানাতে। বুকের কষ্ট কমাতে।


কারো লেখা স্টিকি করাতে অনেকে আপত্তি করছেন। এই বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট- এটা বাংলা-কবিতা.কম কর্তৃপক্ষের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি যেটা ভালো মনে করবেন সেটা করতেই পারেন। তবে এর সাথে আমার একটা বিষয় খারাপ লেগেছে, মুল পাতায় এই বিষয়ে কর্তৃপক্ষের শোক জ্ঞাপন না দেখতে পেয়ে।
মুল পাতায় একটা শোক জ্ঞাপন স্টিকার থাকা উচিত ছিল। যাহোক, এডমিন সমীপে আমার প্রস্তাব হলো-


সহকবি শিমুল শুভ্রের পাতার মতো, এই কবির পাতাটি যেন করা হয়। মানে সংক্ষিপ্ত পরিচয় ও কিছু কথা।