শিখতে আমি চাই না যদিও
শিক্ষা দিতে চাই!
এই পৃথিবীর সব গুরুদের
উচিত পাঠশালায়!!

ধরতে আমি চাই না কিছুই
ধরা পেতে চাই!
এই পৃথিবীর সব অধরায়
অন্ধকারের ঠাঁই!

শুনতে আমি চাই না কিছু
শোনাতে শুধু চাই!
এই পৃথিবীর সব বধিরের
ইন্দ্রিয় যদি পাই!!

বুঝতে আমি চাই না যদিও
বোঝাতে যদি পারি!
এই পৃথিবীর সব মুর্খদের
আক্কেল যত ভারি!!

বলতে আমি চাই না কিছু
শিক্ষা দিতে চাই!
এই পৃথিবীর সব নেতাদের
উচিত পাঠশালায়!!

××××××××××××××××××××
পূর্বপ্রকাশিত (ভিন্ন একটি ব্লগে) সামান্য সম্পাদনাসহ