আজকের মতো এই সময়ে
সত্যকে নিজ হাতে গড়ি
ভালোবাসার সংজ্ঞাটা নতুন করে
দোষকে মহৎ জ্ঞান করি

রাজনৈতিক পাঠ্যবইয়ের পাতায়
চলছে সংস্কার -ফন্দি
মগজটা গিলেছে সময়ের ভাইরাসে
খোলসে আত্মাটা বন্দি

টোকাই থেকে ত্রাসের রাজা
টেকসই ডিজিটাল সৃষ্টি
বিচারকের আসনে বিকৃত খুনি
নিন্দিত সভ‌্যতার কৃষ্টি