ঘুম ঘুম দু'চোখে তবুও জেগে রই
রাত জেগে শলা করা স্বজনেরা কই!
মুঠোফোন থেকে ফেসবুক,ক্ষুদেবার্তায় ভাব বিনিময়
বিশ্বটা ছোট হয়ে, বেঁধেছে আপন নিলয়!
কথা কাটা-কাটি,লেন-দেন,আবেগের যোগ
সুখে-দুখে পাশাপাশি, সময়কে করি উপভোগ!
হৃদয়েতে দোলা দিয়ে স্বজনের প্রানটা জুড়োয়
যান্ত্রিক সভ্যতায় বিশ্বটা আজ হাতের মুঠোয়!
আন্তর্জালে জড়িয়ে এখন খুলেছি মুখবই
রাত জেগে খোশগল্প করা স্বজনেরা কই!


বিশ্বের নানা প্রান্তে যে আছে যেথায়
হাসি-কান্না ভাগাভাগি, তব সমব্যথায়
জীবনের ব্যস্ততা, সময়ের ধারা নতুন সুরে
সেলুলার থেকে কম্পিউটার, আজ হৃদয় জুড়ে
গতির সাথে পাল্লা দিয়ে ছুটেছি মহাকালে
যান্ত্রিক মানবতা পড়েছে ফাঁদে বিশ্বায়নের জালে!
হিংসা, ধোঁকা, ভন্ডামি, চিত্তের বেড়েছে যত রোগ
তবুও আছি বেশ, ফেসবুকে দুনিয়াটা করি উপভোগ!
হানাহানি, মারামারি,রক্ত জবর দখল
জোর করে ক্ষমতাকে দাবাই বগল
তবুও যারা সৃষ্টিসুখে উল্লাসে প্রাণপণ
নব দিগন্তে দেখি প্রভাতের আয়োজন!
অস্থির সময়ে এসো তাই করি হৈচৈ!
রাত জেগে শলা করা স্বজনেরা কই!


*************