আমাদের জীবনের সব উৎসর্গপত্রের শিরোনাম
দিনের আলোকে পরাজিত করার চেয়ে কঠিন
তারপরও তোমাদের অবিশ্বাস আমাদের ঘিরে
একটি রাতের ঘোর আঁধারের গল্পের শুরু!
প্রকৃতির ক্ষুব্দতায় প্রলয়ের বাঁশি বাজে এখানে
সবখানে নিরবতায় এখানে দেখানো হয় বজ্রনিনাদ।
চাঁদখানি সরে যায়, জোছনার অকাল মৃত‌্যু ঘটে
আমরা থাকি মাতম ঘিরে, অবুঝের সজল প্রত্যয়ে।

আমাদের সব সৃষ্টিকে তোমাদের নগণ্য মনে হয়
বিশ্বে জানে না, একটি প্রজাতির উত্থান -পতন।
একটি সভ্যতা কিংবা একটি সংস্কৃতির ক্ষুদ্রতায়
আধিপত্যের বিশালতায়, নৃশংসতার ইতিহাসে
আমাদের চেতনাগুলো ছোট্ট মনে হয়।
আমাদের কৃষ্টি, সৃষ্টি, জাতিতত্ত্বের দৃঢ়তা
আমাদের সব অর্জন, পৃথিবী জয়ের গান
সব আজ ম্রিয়মান, ঘোর অমানিশায়
বিশ্বের কাছে অদৃশ্য! তোমাদের কর্মযজ্ঞে
তোমাদের ভোগতত্ত্বে, পরাজিত সব চিত্তেরা।

তোমরা আমাদের জ্ঞান বিতরণ করো
গভীর থেকে গভীর, নিজস্বতার
অথচ তোমরা আছো অজ্ঞাতে
বোধের সীমা তোমাদের জ্ঞানের বাইরে!
তোমরা শেখাও আইনের পাঠ্যশালায়
ধারা, উপধারা। নীতির বাধ্যকতা
অথচ তোমরাই পড়ো নি মনোধারা
নীতির পাঠ্যসূচি, মানবতার বর্ণমালা!