সুস্বাদু রাজনীতি
লেবুতে মেশানো ভাজা তরকারীতে
হৃদয়ের এক কামড়!

ঠোঁটের ফিসফিসানী
ক্ষুব্ধ ওধরের চুম্বনে
ক্লান্ত করে সময়ের ধারা


তাদের কন্ঠের বর্জ্য আর
হৃদয়ের আস্তাকুঁড়ে
সব বাতাসে ওড়ে দুর্গন্ধ

গ্রীষ্ম আর বর্ষার পরে
শরতের আবর্তে
হেমন্ত লুকায় গর্তে
শীতের আবদ্ধতায়
শরীরে জেগে ওঠে
বসন্তের অভ্যুদয়!