ভেঙ্গেছে আমার আকাশছোঁয়া ইচ্ছে বালির বাঁধ
স্বপ্নঘেরা রঙিণ পালক আমার গলার ফাঁদ
মাথা থেকে পায়ের পাতা
কোমল ব্যথার রুদ্র ছাতা
এক নিমেষেই ধ্বংস হলো সকল  স্বপ্নসাধ