ছোট ভেবে নিজেকে, করো না ছোট মন
হেঁয়ালিতে হারাবে, হীনমন্যতায় সারাক্ষণ!
আত্মাটা মরে গেলে
স্বপ্নও যাবে ভুলে
সফলতা পাবে না,  যত করো পণ!!