একটি বর্ষণের পর
সতেজ হয়ে ওঠা ঘাসের ডগায়
ঝলসে ওঠা শিশির বিন্দুতে
সকালে সূর্যের প্রত্যাবর্তন দেখে
এক পৃথিবী চমকে দিয়ে
পরিবর্তনের বাতাস নিয়ে
সূক্ষ্ণ হওয়া ধূসর আকাশ
ঝলমলে যে আজ।


ঘোলাটে আকাশ, বদ্ধ পরিবেশ
দম ফুরানো উষ্ণ বায়ু
জীবন যখন তৃষ্ণা নিয়ে
ওষ্ঠাগত, নির্মম দিনের পাশবিকতায়
তখনই হঠা‌ৎ নীরদ ডাকে
উচ্চনাদে মৃত্তিকাতে ভয় জাগিয়ে
আশার আলো দেয় জ্বালিয়ে
হিমশীতল এক মুগ্ধ মায়ায়
আবেশ তোলা হৃদ-পাঁজড়ে
পরিবর্তনের হাওয়া দিয়ে
নষ্ট হওয়া মাটির ঘরে
বাদল হয়ে স্নান করিয়ে
রঙিন করে দেয় সাজিয়ে
তোমার আমার তন্ত্র-মন্ত্র!!