গ্রীষ্মের বিদায়ে প্রকৃতির আবেগাশ্রু
বিরহের সুরে বুকে জমে মেঘ। অবাক-
মানুষের চোখে-
আমার নিদারুন উপভোগ
আমার অমলীন হাসি দীর্ঘ আর উজ্জ্বল।
একটা কঠিন দীর্ঘ দিনের অবসানে
জোছনার আলোতে চলে গল্পের গুজব।


খরগোশের কানে বাঁধে বাসা কবুতর
ডিম পেড়ে বড় করে আমাদের রাজভোগ!
সূর্য এখনও জ্বলছে মাথার উপরে
তারপরও মাঝে মাঝে থু থু ছিটিয়ে
আমাদের বিবেককে জাগিয়ে তোলার প্রচেষ্টায়
গর্জণ করে ওঠে স্বমহিমায়।


আমরা তপ্তরোদে ঝলসে ওঠেও ঘুমিয়ে থাকি
জ্বলন্ত কড়াইয়ে দগ্ধ হয়ে নাক ডাকি।
আমরা বড়ই শান্তিপ্রিয়
খুবই নিরীহ প্রজাতি!!


এক বিরল জাতি!