কবিতার পাতায় কলঙ্কের দাগ
ছন্দে চলে ক্রসফায়ার
কলমে নেই কালি
শুধুই রক্ত ঝরা।


সৃজনশীলতায় যখন রাজনৈতিক দর্শন
লেখক জন্মে প্রতিক্রিয়ায়
উত্তরাধিকারে।
পুনশ্চ.
কলম তুমি আজ হিসেবী
স্বার্থবাদী, স্বৈরাচারের গোলাম।
হারিয়েছো আবেগ!
সৃজনশীল দর্শন।