ধর্মের চশমা পড়ে শান্তির ধারকেরা
ধর্মেরই ঘাড়ে চড়ে
ওরাই আবার ধারা-উপধারায় সভ্য-সভায়
মনুষ্যত্বের বিধান গড়ে।


যারা কাড়ে প্রাণ, তারাই আবার গায়
জীবনের জয়গান
রক্তের বিনিময়ে রক্ত শোধন মানবতায়
মৃত্যুতে পরিত্রান।


চোখে দৃষ্টি নেই, কর্ণপাতহীন কান
মুখে নেই স্বর
স্বত্ব আছে, শক্তিতে  আইনের পাতায়
প্রবাদ নির্ভর।


গ্রন্থবদ্ধ অন্ধ আইনে নিত্য পরিশোধনে
চেতনার বিকার
সংবিধিবদ্ধ সতর্কতায় পুড়ছে মানবতা
এটাই মানবাধিকার।