ছুটির ঘন্টা বেজে গেছে!
আকাশে বাতাসে ভেসে বেড়ায়
সগৌরবে তারই প্রতিধ্বনি
তুমি বধির বলে শুনতে পাও না তার কিছুই।


মৃত জমিনের বুকে ক্ষতচিহ্ন দেখে
মেঘাঙ্গনার অকাল গর্ভপাত
বৃষ্টির মতো ঝরে রক্তের ধারা
তুমি অন্ধ বলে দেখতে পাও না তার কিছুই।


ফুলের বলাৎকারে পাখিদের কলরব
তুফানের বেগে করে তারই হুঁশিয়ার
শেষ ঘন্টা বেজে গেছে সতর্কতায়
তুমি স্বরহীন বলে বলতে পারো না তার কিছুই।


শেষ বাঁশি বেজে গেছে
জোয়ারের পানিতে ভেসে বেড়ায়
পুনরাবৃত্তি হয়ে ইতিহাসের অধ্যায়
তুমি বিকলাঙ্গ বলে বুঝতে পারো না তার কিছুই!