জমা হয়ে আছে অনেক অশ্রু
নীলদৃষ্টির কষ্ট সাগর হয়ে
জমা হয়ে আছে বরফ পাহাড়
চোখের গভীর রোষাবেগে।


জমা হয়ে আছে অশ্রুর ঝর্ণা
ঝরতে দিই না তুমি দেখবে বলে
তোমার চোখে রাখি না চোখ
আমার কান্না বুঝবে বলে।


চোখের কোণে জমা হয়েছে
কষ্টবিলাস নয়নবারি
একদিন তুমি দেখবে সেথায়
ওঠছে জেগে নতুন দ্বীপ!


হয় তো কোনো কষ্টপ্রবাল
দেখবে তুমি জমাট অশ্রু
ওঠবে গড়ে অভিমানের
নতুন নামের মহাদেশ।