রোজ রাতে মশা-মাছি
             উৎপাতে কাছাকাছি
             দুর্বিসহ জীবনের নাম!
দিনভর উৎকটে
             শ্বসনের সংকটে
             নির্গম সময়ের ঘাম!!

বিড়াল খুশি ইঁদুরে
             থলের কালো নিগূঢ়ে
             বাজিতে সাজি ডিগ!
যা দেখি নয়নে
             খোয়া যায় শয়নে
             আমরা যে গিনিপিগ!!

রাঘব-বোয়াল পুঁটিতে
              জল গেছে ছুটিতে
              রাজপথ হয় নদী!
সিংহের হুঙ্কারে
              শিয়াল নাচে ঝঙ্কারে
              প্রলয়টা আসে যদি!!
...........................................
জয় হৌক রাজগদি
জয় হৌক রাজগদি