প্রতিটি ভোর, একটি কর্মমুখর দিনের সুচনা
ফসলের মাঠ থেকে শিক্ষার্থীদের পাঠ
সাগরের জোয়ার ভাটা, সুন্দর হিংস্রতায়
ক্ষ্যাপা গর্জণ, ঢেউয়ের ফেণাভ শিহরণ।


প্রতিটি প্রহর, ব্যস্ততার নানা উদাহরণ
লোভ, জিঘাংসার নতুন পরিকল্পনা
কারো লড়াই টিকে থাকার, কারো শীর্ষতার
নীতিহীন নৈতিকতার পদলেহী সংগীত


প্রতিটি ক্ষণ, পুরাতন। চলে যায় অবসরে
শীর্ণ রাস্তায় চলি, খামোকা সর্তকতায়
নতুনের আশায় থাকি, কল্পিত সুখে
আগামী আর আসে না, বেলা যায় চলে অপেক্ষায়...


প্রতিটি বেলা সময়ের ক্ষিপ্রতার সাক্ষী
গ্রীষ্মের দাবদাহে ঘূর্ণি বায়ু
শীতের শ্বৈত্যপ্রবাহে মোলায়েম বাঁশি
আষাঢ়ের বর্ষণ, তবুও চলে বারোমাস।


তাই হৌক প্রার্থনা বাঁচার বাহানায়
প্রার্থনা হৌক প্রশংসার, সত্য গ্রহণে
একটি  প্রার্থনা সংগ্রামের, বেঁচে থাকার
আলোর পথে চলা, মানুষ হয়ে থাকা।।