জটিল কিছু গাণিতিক সূত্রাবলী
প্রাণ রসায়ণের তুমুল মতান্তর
আমার পরে তোমার কথাকলি
আবেগের সব কামনা নিরন্তর  


জীবাণু আর কীটের আক্রমনে
পরিত্যক্ত দেহে অক্ষত হৃদয়  
মেঘনাদ প্রবাসী আতঙ্কিত মনে  
ভালোবাসা চিত্তের বিনম্র বিনয় ।

        


পুনশ্চ:..................................................
কখনো প্রেম যোগসূত্র, কখনো বিয়োগান্ত যবনিকা
যোগসূত্র হলে প্রেম; বন্ধন,মিলন আর বংশ-বিশাখা।
বিয়োগান্ত প্রেম কাহিনী, কখনো মুক্তি, কখনো হাতকড়া
প্রথমে ঝগড়াঝাটি,পরে ছাড়াছাড়ি; আবার প্রেমে পড়া।