অনেক পারি কল্প কথায়
গল্প অনর্গল!
হাসি-খুশির গল্প বলি
চোখে তবুও জল!!


গল্প বলি অল্প কথায়
কথার মায়াজালে!
সবাই তখন মুগ্ধ বেহুঁশ
গল্প শোনার তালে।!


গল্পে থাকে বীর বাহাদুর
বাড়ায় মনোবল!
বিজয় গাঁথার নানান কথায়
তবুও চোখে জল!!


নীতি কথার গল্পে থাকে
নানান উপদেশ!
দেশ-বিদেশে ছড়িয়ে দিয়ে
রাজার কালোকেশ!!


ভূত পেত্নীর গল্প বলি
হাস্য-রসের ছলে!
কেউ কি জানে ভূত-পেত্নী
ঝুলছে সবার গলে!!


ভালোবাসার আশা দিয়ে
রূপকথার এই দেশ!
চাঁদনী রাতে গল্প বলার
স্নিগ্ধ পরিবেশ!!


স্বপ্ন নিয়ে গল্প বলার
সেই যে হলো চল্!
সুখ নির্মাণের গল্প বলি
চোখে শুধুই জল।