অতঃপর
এখানে লেজটা আটকে গেল
কর্তৃপক্ষের আয়েসী উদাসীনতায়...
কন্টকহীন উপমা ময়দানে।


বলা হচ্ছে-
কারো হাত ছিল না এতে
ছিল না ত্রুটি


নিয়তীর দম্ভে
খোদ হাসে শয়তান
রোজ ভাবে সে
তাকে কে করে পরাস্ত!


অথচ এখানে সে
প্রতিদিনই পরাস্ত হয়...
প্রতিটি রক্ত কণিকায়
সূর্য ওঠার দেশে
সূর্যাস্তের দেশে
ঘরের প্রতিটি কোণায়
ঝলকে ওঠে শয়তানী!


(সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ লেখাটি নিজ দায়িত্বে পড়বেন, নিজের লেজ সামলে রাখুন, অপরের লেজে পা দেবেন না। উদাসকবি)