তোমার চিৎকার আমার কানে
সুরের লহরী স্নিগ্ধতায় মেখে
তোমার হুমকি মুখে মিষ্টি
শুধু হৃদয়টা যায় পিষে!


আমি খুবই দু্ঃখিত
তোমার অভিযোগ নিগৃহিত
অপসারিত তোমার বায়নাগুলো
অপ্রকাশিত হুঙ্কার
আমার শুধু বুকটাই জ্বলে!


তোমার ষড়ঋতু মন
কখনো ঠান্ডা কখনো তুষারপাত
শিলাবৃষ্টির সাথে রোমাঞ্চ।
কখনো শীতকালীন উষ্ণতা
মেঘ ডাকে বারোমাস
আমি ভিজে থাকি অম্লতায়।