প্রেমময় চোখে ভাসে ভাবনার প্রতিফল
দায়িত্ববান সময়ের দাবিতে আত্মবিসর্জন
অবিরাম ভালোবাসায়
পরিপূর্ণ জিম্মাদারিত্বে
সুন্দর মসৃণ জীবন গড়ার সব আয়োজন
একটি শিশুর প্রতি সমাধিকার
নিষ্ঠার সাথে আনন্দ ভুবন উপভোগ্য পথ
তার সাথে চলা অনাবিল স্বতঃস্ফূর্ততায়
সুখ সৌন্দর্য আর চিত্তের উন্মাদনার নিয়ন্ত্রণে
মানবতার কারিগর হতে...


তুমি ধারক, বাহক, স্বয়ংক্রিয় সেবক
মানবতার অসাধারণ সংজ্ঞায়নে
তাই আশ্রিত আজ তোমার ছায়ায়
সব অস্ত্রের ধারক, বাহক, খেলুড়ে।


সবকিছু সব দৃষ্টির আয়ত্বাধীন নয়
তাই সৌন্দর্য তোমার দৃষ্টিকটু বেশ্যাময়
কেউ ফুল দেয়, কেউ কুড়ায়
কখনো প্রাণের স্পন্দনে রঙ লাগে
কখনো কারো গলে
নিরব নিথর শবদেহে
কখনো পর্বত সঙ্গমে মেঘের শয্যা বিলাসিতায়
ফুলের ব্যবসাটা কিন্তু রমরমা হয়!