এখন সারাবেলা একই ছকে
একই ঘুর্ণয়নে সেকেন্ড থেকে মিনিট
মিনিট থেকে ঘন্টা। সময়ের হিসাব আর রাখা হয় না
ভুলে গেছি দিনের কথা, আজ কী বার?
ভুলে গেছি তারিখ, মাসের নাম, বছরের সংখ্যা
এখন সংখ্যার হিসাব কেউ রাখে না।


এখন কিছু স্বপ্নের বীজ বোণা
কল্পিত আকাশে রঙিন ঘুড়ি উড়িয়ে ছুটে চলা
মেঘদল বাতাসের কর্ষণে
মাটিতে কিছু বৃষ্টির ফোঁটা ধরে
আরো কিছু স্বপ্নের চারাগাছ বাঁচিয়ে
চারপাশ সবুজের সমারোহে জীবনের উদ্যান গড়ে তোলা।


এখন শুধু ভরসা আর প্রত্যাশার রশি ধরে
সম্প্রীতি আর নীতির বন্ধনে
সফলতার কাঙ্খিত রেখাতে ছুটে চলা।
একতা আর ভালোবাসা পরস্পরে
জীবনের মোড় থেকে ঘোরে আসা
কিছু গল্পের সুচনাতে কিছু অধ্যায়ের উপমা
সদুপদেশ আর বেঁচে থাকার প্রেরণা ধরে
আরো কিছু জীবনের প্রত্যাশায়।


এখন স্থবির সময়ে ছুটাতে চাই
জীবনের পাগলা ঘোড়ার দুরন্তে
এখনো ভরসার পাত্র ধরে।