খুজছি স্বাধীনতা ইন্ধনশিখায়
মুক্তচিন্তার গেরোপাতা খুলে
চুয়াত্তর থেকে আজও সে পোড়ায়
শান্তি শৃঙ্খল গিয়েছি ভুলে।


বক্ষে বেঁধেছি পাথরের কবচ
উলঙ্গ দৃষ্টিতে শুধুই দেখা
চারপাশ সব আঁধারের মঞ্চ
পান্ডুলিপিতে কিম্ভুত লেখা!


এই-
বন্য পৃথিবীর ঝলসানো রূপে
প্রতিদিন আসে যত নষ্ট সংবাদ
সাধারণ জনগণ তার গ্যাঁড়াকলে
করছে নিরব আত্মঘাতী প্রতিবাদ।