শুক্লপক্ষের থালার মতো চাঁদকে গ্রাস করে নিতেই
সবাই মেঘের উপর ক্ষিপ্ত হলো
গহীন আঁধারে ঢেকে গেলো বলে, অথচ-
দুর থেকে সূর্যখাদকেরা কেবল মুচকি হাসছিল
রাতের আলোর চিন্তায় ভুলে গেছে ভোরের কথা
এই জনপদ, মনভোলা অধিবাসী


রাত দীর্ঘ থেকে দীর্ঘ হয়
কারো বিকার নেই, দিন বলে কিছু ছিলো
সূর্যটা গেলো কোথায় কারো কোনো জানার নেই
সবাই ব্যস্ত মেঘের পিছনে গবেষণা করতে
উদ্ভট মুখভঙ্গীতে অশ্রাব্য গালিতে।        


এখানে এই নরম মৃত্তিকাতটে, দিগন্ত শ্যামলে-
সবাই সয়ে গেছে রাতের অন্ধকারের নিষিদ্ধ গল্পগুলো      
ভুলে গেছে সূর্যখাদকের কথা, যার কারণে
অনেকদিন দেখে না ভোরের দেখা
দিন ছিলো এখানে প্রাণোচ্ছলে ভুলেছে অধিবাসী
তবুও ভালো আছে পৃথিবী, এই জনপদ
ভালো থাকতে হয় বলে।