ইতিহাস আজ জংলী বালিকার খপ্পরে
স্বাধীনতা যেন এক স্মৃতির নাম!
ভেঙ্গে যায়, নিভে যায় দপ করে
সত্য প্রদীপ! আমাদের মুক্তির সংগ্রাম!!


জোছনা বিহারে মরণাস্ত্রের অসভ্য জিয়ন
হাতে গোণে সাগরের জলরাশি!
প্রজন্মের ছাড়পত্র হাতে কাঁদে কালের পিয়ন
সান্ত্বনারা আজ বিস্মৃতির অতলে ভাসি!!


ভালোবাসা, স্নেহ-প্রীতি ভিড় জমেছে ঘৃণার দেশে
হাতির তলে পিষ্ট, পিঁপড়ের প্রতিশোধ!
নিভৃতে চলে মেঘবালিকা, আকুন্ঠ ধর্ষিতার বেশে
সভ্য সমাজ! নির্বাসিত মানবিক মূল্যবোধ!!


আঁতকে ওঠে সহজ শব্দেরা, স্নিগ্ধতায় করাল গ্রাস
অশান্তিতে বেজে ওঠে শান্তি সুমধুর!
রক্তদীক্ষায় অভিমানে কুঁড়ি, মাতৃক্রোড়ে হানে ত্রাস
আদিবাসী ইচ্ছেগুলো তুলছে নতুন সুর!!