হুজুগে যা রটে, সবই সত্য না-ও হতে পারে.....
যাচাই করাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু -
সেই বুদ্ধিমান কই?


মরাকে ইচ্ছেমত নববিন্যাসে আবারো মারা যায়
জ্যান্ত ধরা বড়ই কঠিন আর উপেক্ষিত
তাই যতো পারো মরা ধরো....


সভা সেমিনার আর আইনসভাতে-
উঁচুতলার কলেবর, ধ্রুপদী শ্রেণির আওয়াজ
বেশ্যাবিরোধী শ্লোগান শেষে
বারবণিতার আশ্রয়ে তারাই বিশ্রামে যায়


ঘরে বাইরে পিঁপড়ের স্বাধীনতা
অবলীলায় ঢুকছে রাজদরবারে...
নুন ছাড়া তরকারী গুণহীন
তবুও চিনিরই দাম বেশি!
তবে পিঁপড়ের কাছে নুনের চেয়ে চিনির গুণ...
পিঁপড়ে-আদর্শ চমৎকার।