এই ভেবে নির্ঘুম কতো রাত কাটাই-
কখন পাবো একটা নির্ভাবনার রাত
শুধু একটি চিন্তায় সারাক্ষণ চিন্তিত-
কখন পাবো চিন্তাহীন একটি মূহুর্ত
ভাবনাহীন জীবনের ভাবনায়
অস্থির মনে শুধুই ভাবনা আসে।