ভালোবাসা, আশা, বিশ্বাস
খারাপ অথবা একটা ভুল সিদ্ধান্তে
কষ্ট আর নিষ্পেষণে
কখনো হেরে যেতে
হতাশার আগে জীবনকে ভালো করে বুঝতে হবে।
বিশ্বাসের আগে জানতে হবে
ভরসার আগে বুঝতে হবে
ভালোবাসায় ধৈর্য ধরতে হবে
আশা আর স্বপ্নের পথ ধরে।


প্রতিটি হোঁচট খাওয়ার পর যেমন ওঠে দাঁড়াতে হয়
তোমনি ভুল আর হার থেকে শিক্ষা নিতে হয়
প্রতিটি ঘাত প্রতিঘাতে মনে রাখতে হয়
পৃথিবীতে কেউ নিঁখুত নয়
পূর্নাঙ্গ নয় কোনো সৃষ্টি।
জীবনের শক্তি তোমার এই কথাতে-
সব সৃষ্টিই মুখাপেক্ষী।
সুতরাং কোনো সৃষ্টির নয়
হয়ে যাও স্রষ্টার অভিমুখী
সঞ্চয় করো তোমার কর্মনামা
সঞ্চারিত হোক জীবনের অভিলাষ।