দম আটকে জীবন ঘড়ি কারো নিঃশ্বাস মুখে
জবান প্রীতির নানা ধাপে বাঁচে কথার সুখে।
মুখের মাঝেই কারো প্রাণ
কারো কথায়  যমের ঘ্রাণ
বাজে গন্ধের পাল্লায় পড়ে কারো জীবন রুখে।


কারো মুখে পরলে ভাত
ছিঁড়ে ফেলে নীতির হাত
অতি কথার চক্করে কেউ কাটায় নিত্য দুখে।


কারো জীবন মুখোশ পরে
কেউ বা মরে কথার ঝড়ে
খাদ্য রসিক ভোজন রাজা তবু কাটায় ভুখে।


১৭-০৭-২০২০,  রোম 🇮🇹 ০৭ঃ০০