অবাক বিশ্ব! তার চেয়েও চমক
                  রঙ্গদেশের তুমি!
পরগাছাদের টানলে কাছে
                   শুষ্কে বঙ্গভুমি!!
অন্ধজনায় শাস্তি দিলে
           লুকিয়ে দেখার পাপে।
শীতলতায় পুড়ছো তুমি
               উষ্ণ ভীষণ কাঁপে।।
নাই মামাদের করলে কদর
              মোসাহেবে খাতির।
শান্তির বন্যায় দেশটা ভেসে
           কপাল পোড়ে জাতির।।
যে শোনার সে ঘুমিয়ে
              বধির জেগে শোনে।
ছাগল দিয়ে করাও চাষ
             বলদ ঘরের কোণে।।
সকৌতুকে করছো ভীষণ
            বাচালের মুদ্রাদোষে।
নির্বাক এই সমাজদর্পণ
               পড়ছে জনরোষে।।
বন্ধ্যাগাছে ধরছে বাহার
                ফল-এ মৌসুমি!
তুলনাহীন এই রঙ্গরাজে
                 অতুলনীয় তুমি!!
        


নীতি তোমার আলোর পিঠে
            জ্বালাও শখের বাতি।
আঁধারে দেশ ডুবে যায়
            নিদ্রাহীন এই জাতি!!
যে তোমায় লাথ মেরেছে
         তার পায়েতে দাও চুমি।
অবাক বিশ্ব! তারচে' অবাক
                  রঙ্গদেশে তুমি!!