যতই ভাবি থাকবো আমি নির্জন নিরালায়!
ততই তুমি আসো আমার দূর্গম সীমানায়!!


পৃথিবীর শ্যমলতায় ডুবে গেছো তুমি
বুক ফেটে চৌচির, শুষ্কতায় মরুভুমি।
চাঁদ নিয়ে রজনী, হাসি মুখে মশগুল
আমি আছি তোমারই হদয়ের বুলবুল।
আমি তো ভুলি নি, তুমিই ছেড়েছো আমায়!
তুমি আছো আমারই দূর্গম সীমানায়!!


তুমি যখন থাকো পাশে মুখে নিয়ে হাসি
হদয়-গভীরে বাজে সুর আমি ভালবাসি।
যদি চাও বন্ধু আমায়, এসো তব কাছে
তোমারই অস্তিত্বে আমি, আর কিবা আছে।
এসো ফিরে অন্তরে, ভুলে সব বেদনায়!!
তুমি আছো আমারই দূর্গম সীমানায়!!