জীবনের নাম যুদ্ধ
চারপাশ তার
প্রেমময় বিলাসিতা
আর বিরহ-জ্বালার!
কেউ পদব্রজে
কেউ অশ্বারোহী
কারো জিম্মায় গোলা-বারুদ
কেউ পতাকাবাহী
কেউ লড়ে যায়
কেউ শিস বাঁজায়
নিরন্তর হার-জিত
ভুলে যখন হিতাহিত
কারো জিদে অনাবিল
কেউ হয় শুদ্ধ!
সুশোভিত পার্থিব টানে শুধু
জীবনের যুদ্ধ।