ভয়ে ভয়ে যাচ্ছে কেটে সদ্য বিবাহিত বালিকার
ভাবছে বসে পারবে কি বইতে সংসারের ভার।
সেই যে গেল বিদেশ স্বামী বিয়ের দু’মাস পরে
একলা ঘরে কাটছেনা মন থাকে চুপটি করে।
উচাটন মন কিশোরী বধূ আলতা মেখে পায়
ঘুরতে যাবে পৌষ মেলাতে সেই যে নিঝুম গাঁয়।
কিনবে কত লাল,নীল,চুড়ি,ফিতা বাহারি দামি
মানছেনা মন ছুটছে বুজি নেই যে ঘরে স্বামী।
সোনামাখা রোদ উকি দেয় জানালার ঐ ফাঁকে
আড়মোড়া না ভাংতেই জল আনিতে যায় কলসী কাঁকে।
কষ্ট বোঝার নেই যে কেউ তার কারে সুধাবে ব্যাথা
আশা বুকে নিয়ে চলছে যে দিন জমায়ে দুঃখের কথা।
বুনো পায়রার পায়ে বাঁধা অজানা কোন চিঠি!!
কত রাত জেগে পার করা সময়, ছিল মাধুরী মিশানো গীতি!
স্বামী বুঝি তার আসবে কবে ভেবে দিশেহারা
সুখে ছিলাম বাবার ঘরে দিল যে দুঃখ কারা।
মনে মনে ভাবে এটাই কি বিয়ে এরই নাম সংসার
স্বামী বিহীন সংসার মুহূর্ত কাটানো সত্যি ভার।
অল্প বয়সে বিয়ের পিঁড়িতে কেউ যেন না বসে
হারিয়ে যাবে সুখ গুলো তার কষ্টের নিঃশ্বাসে।।